ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহী শহরে শ্যামলী খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে...

রাজশাহী: রাজশাহী শহরে শ্যামলী খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে বালিয়াপুকুর ছোটবটতলা এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বটতলা এলাকার এই বাড়িতে ভাড়া থাকতেন। তবে তাদের গ্রামের বাড়ি কোথায় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই জানান, আমজাদ হোসেন অটোরিকশা চালান। ঘটনার পর থেকে তিনি পলাতক। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।