নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি রামদা, ৫টি বগিদা, একটি কুড়াল জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ওই তিন জলদস্যুকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন, কামাল উদ্দিন (৪৫), নূর উদ্দিন (২৮) ও শামছুদ্দিন (২৪)। তাদের সবার বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নে। তারা স্থানীয় জলদস্যু মহিউদ্দিন ডাকাত বাহিনীর সদস্য।
হাতিয়ার কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দূরবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ ধরা হয়।
রাতে তাদের হাতিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আইএ