গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ট্রাকের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির চলাফেরা দেখে মতো হতো তিনি মানসিক ভারসাম্যহীন।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তার পরনে ছিলো খয়েরি রঙের ছেঁড়া গেঞ্জি, কালো জিন্স প্যান্ট। মাথায় লম্বা চুল ছিলো, জানান আব্দুল ছালাম।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরএস/জিপি/এটি