ঢাকা: আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ রোগীদেরকে ঢাকা জেলা প্রশাসন থেকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) ডা. সরোয়ার বারী।
বুধবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে এসে এ কথা জানান তিনি।
ডা. সরোয়ার জানান, আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ও নিহত আঁখির পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ উপস্থিত থাকবেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শঙ্কর পাল বলেন, আশুলিয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এখনো ১৯ জন এখানে চিকিৎসাধীন। চারজন আইসিউতে, চারজন এইচডিইউতে, সাতজন পোস্ট অপারেটিভ ও চারজন অবজাভেশন ওয়ার্ডে আছেন। তাদের বার্নের শতাংশ কম থাকলেও ইনহেলশন বার্নের কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদিকদের জবাবে তিনি বলেন, ‘বড় কোনো ঘটনা ঘটলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আমরা সবাই আগে থেকেই প্রস্তুত থাকি’।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধসহ মোট ৩৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী শ্রমিককে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ও বাকিদের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
** আর্তনাদ বার্ন ইউনিটে
** ‘আশুলিয়ায় দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক’
** আশুলিয়ায় দগ্ধ ২০ জন ঢামেকের বার্ন ইউনিটে
** আশুলিয়ায় দগ্ধদের মধ্যে ৫ জন এনাম মেডিকেলে ভর্তি
** আশুলিয়ায় দগ্ধদের চিকিৎসার্থে ১ লাখ টাকা অনুদান
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজেডএস/এএটি/এএসআর