সাতক্ষীরা: সাতক্ষীরায় বাসের ধাক্কায় তুহিন হোসেন (৪১) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা মাইচম্পার দরগার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের আরেক কর্মচারী এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন তুহিন। পথে লাবসা মাইচম্পার দরগা মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআই