ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আটক ৬ ডাকাতের কাছ থেকে কোটি টাকার কেমিক্যাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আটক ৬ ডাকাতের কাছ থেকে কোটি টাকার কেমিক্যাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সবুজবাগে কাভার্ডভ্যানসহ গ্রেফতার ছয় ডাকাতের কাছ থেকে কোটি টাকার কেমিক্যাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির।

ঢাকা: সবুজবাগে কাভার্ডভ্যানসহ গ্রেফতার ছয় ডাকাতের কাছ থেকে কোটি টাকার কেমিক্যাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সবুজবাগ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

গ্রেফতার ছয় ডাকাত হলেন, অনোয়ার, আশরাফ, রেজাউল, বাবু,  সুমন ও জাহিদ।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘিদিন ধরে বিভিন্ন কেমিক্যাল চুরি করে বিক্রি করতেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ডাকাতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান ওসি।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ থেকে ওই ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।

** রাজধানীতে কাভার্ড ভ্যানসহ ৬ ডাকাত আটক

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।