গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে শাহ আলম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের খালিলুর রহমানের ছেলে মিনহাজ ও একই উপজেলার জমিলাপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে মুরাদ মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুরে ওই তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়ার সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫-৬শ’ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় মোট ২০ জনকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআর