রংপুর: শোলাকিয়া হামলার সঙ্গে যুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় তিন সদস্য আত্মসমর্পণ করেছেন রংপুরে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শীতল অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন ওই তিন জেএমবি সদস্য।
পরে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আত্মসমর্পণ করা তিন জঙ্গির প্রত্যেককে পুনর্বাসনের জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী। এসময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণকারী জঙ্গিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লোহারবান গ্রামের মন্দেল হোসেনের ছেলে হাফেজ মাসুদ রানা (১৮) একই জেলার বিন্যাগাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (১৬) ও জয়রামপুর গ্রামের সারওয়ার হোসেনের ছেলে আক্তারুজ্জামান (১৮)।
রংপুর র্যাব-১৩ এর কমান্ডার অধিনায়ক এটিএম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশী এমপি, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, র্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, রংপুর বিভগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬, আপডেট: ১৭২৩ ঘণ্টা,
এএটি/এএ