ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে শাহানুরের হামলার ১৩ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ঝিনাইদহে শাহানুরের হামলার ১৩ আসামি কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের শাহানুর বিশ্বাসের উপর হামলার
ঘটনায় দায়ের হওয়া মামলার ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমলী আদালত।

ঝিনাইদহ: সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের শাহানুর বিশ্বাসের উপর হামলার
ঘটনায় দায়ের হওয়া মামলার ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমলী আদালত।

১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এ নির্দেশ দেন।

আসামিরা হলেন ওই গ্রামের মাহাবুর রহমান, আযম আলী, মোতালেব হোসেন, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন, রুহুর আমীন, আরিফ হোসেন, বিপ্লব হোসেন, হাসান আলী, দুখু মিয়া, এমদাদুল হক, আবু তালেব ও কামাল হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর শাহানুর বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। অস্ত্রোপচার করে তার দু’পা কেটে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাহানুরের বড় ভাই সামাউল বিশ্বাস ১৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে ৩ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।