গোপালগঞ্জ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
জেলা প্রশাসন ও সমিতির নেতাদের বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে খুলে যায় জেলার সব ওষুধের দোকান।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা গোপালগঞ্জ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তুষার রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি কমল রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খোকন, জেলা চেম্বারের সভাপতি কাজী জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এটি
** গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট শুরু