ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: চার্জ গঠনের শুনানি ২৫ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: চার্জ গঠনের শুনানি ২৫ জানুয়ারি

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৫ জানুয়ারি।

মাগুরা: মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৫ জানুয়ারি।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন তা মঞ্জুর করে ২৫ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেন।

২৩ জুলাই, ২০১৫ মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় সন্তানসম্ভবা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। দ্রুত অস্ত্রপচারের মাধ্যমে চোখে গুলিবিদ্ধ অবস্থায় একটি মেয়ে শিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় সুরাইয়া। তদন্ত করে এ মামলায় ১৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।