ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
হরিরামপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর বিল্লাল হোসেন হত্যা মামলার আসামি আশিক হোসেনকে (১৬) গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর বিল্লাল হোসেন হত্যা মামলার আসামি আশিক হোসেনকে (১৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আশিক শিবালয় উপজেলার কাক্কোল গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভবদিয়া গ্রামে অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

২ নভেম্বর রাতে হরিরামপুর থানার মাচাইন গ্রামে মেয়েকে  উত্ত্যক্তকারীদের হাতে খুন হন বিল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।