ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল ও ২৬ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির মহাসমাবেশ সফল করার দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন।

বরিশাল: রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল ও ২৬ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির মহাসমাবেশ সফল করার দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় সংগঠনের জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুল রসিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য হারুন-উর-রশিদ মাহমুদ, নবীন আহমেদ, শাহজাহান হাওলাদার, মালেকা বেগম, আরিফুর রহমান মিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, নভেম্বর ২৩ ২০১৬
এমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।