ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মধ্যবর্তী মির্জাকান্দা জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মধ্যবর্তী মির্জাকান্দা জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

 

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শাল্লার মির্জাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার মির্জাকান্দা ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি এলাকার বাসিন্দারা  জলমহালটি দখল করতে চান। দুপুরে একপক্ষ সেখানে মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে আহত হন আটজন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জলমহালটি দুই জেলার সীমানায় পড়ায় উভয়পক্ষ এর দখল নিতে চায়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।