ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ফতুল্লায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত। বাকি তিন জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার যমুনা ডিপোর পেছন থেকে সন্ত্রাসী তেলচোর ফরহাদ ও স্বপনকে গ্রেফতার করা হয়।  

ফরহাদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আর স্বপন অস্ত্র মামলায় ১১ মাস জেলে থাকার পর কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।

একই সময় আশুলিয়া থেকে রাজন ও হান্নান নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাজনের বিরুদ্ধে মাদক মামলায় ২ বছরের সাজা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে। আর হান্নানের বিরুদ্ধে ৪টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।