ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পুলিশের কল্যাণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
রাঙামাটিতে পুলিশের কল্যাণ সভা

রাঙামাটির নিউ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ‍ামাটি: রাঙামাটির নিউ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুব-উন-নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. আসলাম ইকবালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।