ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে টাইলস মেশিনে গলা কেটে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বানিয়াচংয়ে টাইলস মেশিনে গলা কেটে কিশোরের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টাইলস কাটার মেশিনে গলা কেটে রবিত মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টাইলস কাটার মেশিনে গলা কেটে রবিত মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আদমখানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রবিত ওই গ্রামের আতাউল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিত মিয়া বিকেলে আদমখানি গ্রামে ছিলাপাঞ্জা দাখিল মাদ্রাসায় টাইলস লাগানোর কাজ করছিলো। একপর্যায়ে অসাবধানতাবশত টাইলস কাটার মেশিনটি তার গলায় লেগে গলার একাংশ কেটে যায়।

পরে সহকর্মীরা ‍তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।