ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ২০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
কলাপাড়ায় ২০ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছেন মৎস্য বিভাগ ও নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছেন মৎস্য বিভাগ ও নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কোস্টগার্ডের সিনিয়র পেটি অফিসার আব্দুল আলীম এ অভিযানের নেতৃত্ব দেন।

পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও হেফজখানাসহ দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমএস/এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।