ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় এইডস প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
নওগাঁয় এইডস প্রতিরোধে কর্মশালা

এইডস প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলার লক্ষে নওগাঁয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ: এইডস প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলার লক্ষে নওগাঁয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় আয়োজন করা হয়।

বেসরকারি সংগঠন লাইস হাউস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তব্য রাখেন- নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিন‍ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, আমিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, স্থানীয় বেসরকারি সংস্থা রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খাঁন, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক ছোটন প্রমুখ।

বক্তারা এইচআইভি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া এইডস প্রতিরোধে ঝূঁকিপূর্ণ স্থান ও ব্যক্তি বা গোষ্ঠী চিহ্নিত করে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।