ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পিটুনিতে ‍আহত যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
সাভারে পিটুনিতে ‍আহত যুবকের মৃত্যু

মাদক ব্যবসার জের ধরে সাভারে প্রতিপক্ষের পিটুনিতে ‌আহত শামিম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাভার (ঢাকা): মাদক ব্যবসার জের ধরে সাভারে প্রতিপক্ষের পিটুনিতে ‌আহত শামিম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসার জের ধরে মঙ্গলবার  (২২ নভেম্বর) রাতে সাভারের ফিরিঙ্গাকান্দা গ্রামের রহম আলীর ছেলে শামিম মিয়া ও তার চাচা রমজান আলীর মধ্যে ঝগড়া হয়। এ সময় রমজান আলীর লোক মাদক ব্যবসায়ী হাবিব মিয়া লাঠি দিয়ে শামিম মিয়াকে এলোপাতারি পিটিয়ে জখম করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা শামিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শামিমের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ী হাবিব ঘরে তালা ঝুলিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।