ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৩০তম বিসিএস ফোরামের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
৩০তম বিসিএস ফোরামের মিলনমেলা

৩০তম বিসিএস ফোরামের জাঁকজমকপূর্ণ মিলনমেলা বসছে আগামী ০২ ডিসেম্বর। রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম অডিটোরিয়ামে এ মিলনমেলায় ৩০তম বিসিএস ফোরামের সব ক্যাডারের সদস্যরা যোগ দেবেন।

ঢাকা:  ৩০তম বিসিএস ফোরামের জাঁকজমকপূর্ণ মিলনমেলা বসছে আগামী ০২ ডিসেম্বর। রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম অডিটোরিয়ামে এ মিলনমেলায় ৩০তম বিসিএস ফোরামের সব ক্যাডারের সদস্যরা যোগ দেবেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার হাফিজুর রহমান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

ই-মেইল বার্তায় বলা হয়, জমকালো এ আয়োজনে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে গান পরিবেশন করবেন বিখ্যাত বাউল শিল্পী শফি মন্ডলসহ ক্লোজআপ তারকারা। ওই দিন বিকেল ০৫ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে ৩০তম বিসিএস ফোরামের সকল সদস্যদের জন্য থাকবে মজার পিঠা উৎসব।

এ প্রসঙ্গে ৩০তম বিসিএস ফোরামের আহ্বায়ক সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুস সাকিব খান রুশদি বলেন, এটা নিঃসন্দেহে ৩০তম বিসিএস ব্যাচের জন্য অনেক আনন্দের, আমরা প্রতি বছর এ ধরনের উৎসবের আয়োজন করতে চাই।

সদস্য সচিব আশরাফুল আলম (সহ: কমিশনার, ভূমি) এ আয়োজনকে সফল করতে ৩০তম বিসিএস ব্যাচের সকল ক্যাডারের সদস্যদের যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।