ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

দিনাজপুরে আ.লীগের মনোনয়ন চান ২শ’ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
দিনাজপুরে আ.লীগের মনোনয়ন চান ২শ’ প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০টি পদে দুইশ জন মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।

দিনাজপুর: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০টি পদে দুইশ জন মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।

 

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পুরুষ সদস্য প্রার্থীর চেয়ে সংরক্ষিত নারী প্রার্থীর সংখ্যা বেশি।

দলীয় সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসক পদের জন্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক বর্তমান জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, মুক্তিযোদ্ধা ফোরামের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সহ সভাপতি শরিফুল আহসান লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আশফাক হোসেন, কৃষক লীগের সভাপতি মাহাতাব উদ্দীন সরকার প্রমুখ আবেদন করেছেন।

অপরদিকে, সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে কোতোয়ালি মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা ও সদর উপজেলা সাবেক চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়িকা ন‍ূর ছাবা ও পুরুষ সদস্য পদে কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগার আলী প্রমুখ আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।