ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বগুড়ায় যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলে মতবিনিময় সভা

বগুড়ায় যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ায় যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এএসএম রফিকুন্নবী, জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া সভায় জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন, সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট শরিফুল আলম ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।