ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ সমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ধনবাড়ীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও সমাবেশ হয়েছে।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও সমাবেশ হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।



বীরতারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা রিনি, নারী ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম, অধ্যাপক সুলতান আহম্মেদ, এনামুল হক প্রমুখ।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধের শপথ নেয়। পরে বাল্যবিয়ে ও মাদক বিরোধী একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।