ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ডোমারে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সুমি রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সুমি রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু সুমি ওই ইউনিয়নের দিনমজুর বিকাশ চন্দ্র রায়ে মেয়ে ও সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সুমি সকালে বাড়ির বাইরে খেলতে যায়। খেলা শেষে স্কুলে যাওয়ার সময় হলে সে বাড়ি ফিরে আসে। এ সময় ঘর তালাবদ্ধ দেখে বেঁড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে তার ওড়না বেঁড়ার সঙ্গে আটকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবার ও এলাকাবাসীর অনুরোধে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।