ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ১৮শ’ পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
যশোরে ১৮শ’ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর সদরের স‍াতমাইল বাজারে অভিযান চালিয়ে ১৮৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

ঝিনাইদহ: যশোর সদরের স‍াতমাইল বাজারে অভিযান চালিয়ে ১৮৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

 

বুধবার (২৩ নভেম্বর) রাত ৯‍টার দিকে তাদের আটক করা হয়।

 

আটক তিনজন হলেন- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সোনালিপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে আবু সাইদ (৪০), তার স্ত্রী ফাতেমা খাতুন (৩২) ও বারফা গ্রামের আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ড‍ার মেজর মো. মনির আহমেদ বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদশে সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।