ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বরিশালে মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে গাঁজাসহ সোহরাব হাওলাদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ নভেম্বর) রাতে তাকে নগরের কাউনিয়া থানার বাসু মিয়ার লেন থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৪শ‘ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বরিশাল: বরিশালে গাঁজাসহ সোহরাব হাওলাদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ নভেম্বর) রাতে তাকে নগরের কাউনিয়া থানার বাসু মিয়ার লেন থেকে আটক করা হয়।

তার কাছ থেকে ৪শ‘ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক সোহরাব হাওলাদার মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার বিল্লবাড়ী মুখার্জী পোল এলাকার আ. লতিফ হাওলাদারের ছেলে।

তবে তিনি কাউনিয়ার বাসু মিয়ার লেনের সেলিম হাওলাদারের বাসায় ভাড়া থাকেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে কাউনিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।