ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বাসচাপায় বৃদ্ধ নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
চান্দিনায় বাসচাপায় বৃদ্ধ নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। 

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, সকালে বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।