ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রোটার‌্যাক্ট অভিষেক ফেইথ শুক্রবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
খুলনায় রোটার‌্যাক্ট অভিষেক ফেইথ শুক্রবার

খুলনার রোটার‌্যাক্টদের অভিষেক ফেইথ-১৬ অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ নভেম্বর)। অনুষ্ঠানে থাকবেন দেশের একঝাঁক উদ্যমী তরুণ মুখ।

খুলনা: খুলনার রোটার‌্যাক্টদের অভিষেক ফেইথ-১৬ অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ নভেম্বর)। অনুষ্ঠানে থাকবেন দেশের একঝাঁক উদ্যমী তরুণ মুখ।

ব্যতিক্রমী বেশ কিছু আয়োজনের সমন্বয়ে প্রাণবন্ত জমজমাট আসরটি অনুষ্ঠিত হবে খুলনার গল্লামারীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে। চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।

খুলনা, বাগেরহাট, যশোর অঞ্চলের ১৫টি রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে সাড়ে ৩শ’ রোটার‌্যাক্ট অংশ নেবেন।

অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে রয়েছেন রোটারিয়ান ডা. আবু সাঈদ চন্দন। আয়োজক কমিটিতে রয়েছেন রোটার‌্যাক্ট সজিব, পিয়াস, অনিক সাহা, মিশু, লিয়ন ও ফারজানা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রোটারিয়ান মোসলেহউদ্দিন বাংলানিউজকে বলেন, অভিষেক অনুষ্ঠানটি দক্ষিণবঙ্গের রোটার‌্যাক্টদের সবচেয়ে বড় অভিষেকের ইতিহাস। রোটার‌্যাক্ট সদস্যরা সমাজের নানান রকম সমাজিক কাজে তাদের নিয়োজিত রাখেন এবং বন্ধুত্ব সম্পর্ক অটুট রেখে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমআরএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।