ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাজরীনে আহতদের চিকিৎসা, ভাতা ও পুর্নবাসনের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
তাজরীনে আহতদের চিকিৎসা, ভাতা ও পুর্নবাসনের দাবি ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা, ভাতা ও পুর্নবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস কর্মচারী লীগ।

ঢাকা: তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা, ভাতা ও পুর্নবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস কর্মচারী লীগ।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের চারবছর পূর্তিতে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হয়। যাদের মধ্যে শতাধিক শ্রমিক কোনো ধরনের ক্ষতিপূরণ ব্যবস্থার মধ্যে আসতে পারেনি। দুর্ঘটনার চারবছর হলেও ক্ষতিপূরণের বিষয়ে কারও কোনো উদ্যোগ নেই। আহত শ্রমিকদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ক্ষতস্থানে ঘা, পচন ধরেছে। এ অবস্থায় তাদের সহায়তা জরুরি।

এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরে বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে হবে, ক্ষতিগ্রস্তদের সন্তানদের শিক্ষার ভার নিতে হবে, ক্ষতিগ্রস্তদের পরিবারের সক্ষমদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

সভাপতি সিরাজুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক রুখসানা, খুকুমনি, আসাদুজ্জামান, মো. জীবনসহ তাজরীন গার্মেন্টসের শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমসি/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।