ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জের ইক্ষু খামারের ধান কাটা শুরু (ভিডিও)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
গোবিন্দগঞ্জের ইক্ষু খামারের ধান কাটা শুরু (ভিডিও)

আদালতের নির্দেশনা অনুযায়ী রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির ধান কাটা শুরু করেছে কর্তৃপক্ষ। 

গাইবান্ধা: আদালতের নির্দেশনা অনুযায়ী রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির ধান কাটা শুরু করেছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান ও সহকারী কমিশনার (ভূমি) আহাদ আলীর উপস্থিতিতে ধান কাটা শুরু হয়।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ধান কাটার ব্যাপারে সাঁওতালদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত জানায়নি। এছাড়া তারা ধান না কাটায় আদালতের নিদের্শনা অনুযায়ী মিল কর্তৃপক্ষ ধান কাটতে শুরু করেছে। ধান কাটা শেষ হলে তা সাঁওতাল জনগোষ্ঠীর কাছে বুঝিয়ে দেওয়া হবে।  

প্রসঙ্গত, ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহারায় সেখানে আখ কাটতে যায়। এতে বাধা দেওয়ায় তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন। এতে নয় পুলিশ তীরবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।