ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় গাইড গাইডার প্রশিক্ষণের সনদ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নলডাঙ্গায় গাইড গাইডার প্রশিক্ষণের সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গাইড গাইডার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় গাইড গাইডার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, নাটোর জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদা বানু, সাধারণ সম্পাদক কামরুন নাহার বেলি ও নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ প্রমুখ।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম।

২০ নভেম্বর থেকে নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।