ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আমতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২২ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার আব্দুল জব্বার (৪৫) নিহত হয়েছেন।

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২২ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার আব্দুল জব্বার (৪৫) নিহত হয়েছেন।

 

এসময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।

এরা হলেন- আব্দুল কুদ্দুস (৩২), মো. মামুন (৩৯), মো. হাবিবুর রহমান (৪০) ও আবুল কালাম (৫৮)। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে বরগুনা পুলিশ সুপার মিলনায়তনে পুলিশ সুপার বিজয় বসাক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবরের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও আমতলী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জব্বারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে নিহত হন জব্বার। এসময় বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।