ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের সিডি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নাটোরে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের সিডি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরে মাদকের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের সিডি বিতরণ করা হয়েছে।

নাটোর: নাটোরে মাদকের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের সিডি বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিডি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আতিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে মাদকবিরোধী সচেতনামূলক নাটকের এসব সিডি বিতরণ করেন।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, এন এস কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ জেলার সব স্কুলের প্রধান শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।