ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

'মালিকপক্ষের ত্রুটি প্রামাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
'মালিকপক্ষের ত্রুটি প্রামাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের ত্রুটি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। 

ঢাকা: আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের ত্রুটি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, আশুলিয়ার ‘কালার ম্যাচ বিডি লিমিটেড’ কারখানায় আগুন লাগার ঘটনায় মালিকপক্ষের ত্রুটি প্রামাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি শ্রমিকদের নিরাপত্তা দিয়ে কাজ করাতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে দগ্ধদের মাঝে ২০ হাজার টাকা অনুদান দেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজেডএস/আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।