ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ফুলবাড়ীতে ২ মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহেতেশাম রেজা এ নির্দেশ দেন।

এর আগে দুপুরে উপজেলার পৌর শহরের নিমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার চিন্তামন গ্রামের আজিজার রহমান (৪৭) ও নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে মো. রানা (২৫)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদ আলী বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।