ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫৪ নারী কৃষকদের ঋণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বরগুনায় ৫৪ নারী কৃষকদের ঋণ বিতরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনায় নারী কৃষকদের তরমুজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকায় ঋণ বিতরণ করা হয়।

বরগুনা: বরগুনায় নারী কৃষকদের তরমুজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকায় ঋণ বিতরণ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সংকল্প ট্রাস্ট এম বালিয়াতলী ইউনিয়নের বানাই ও মনসাতলী গ্রামের মোট ৫৪ জন নারী কৃষককে তরমুজ চাষের জন্য ১৪ লাখ ৮০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।

সংকল্প ট্রাস্টের নিবার্হী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহনেওয়াজ সেলিম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রকল্প পরিচালক মো. আব্দুল রহিম, রিজিওনাল ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম মানিক, শাখা ব্যবস্থাপক এসকান্দার আলীসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শুধু ঋণ নয়, নারীদের কৃষিতে এগিয়ে নিতে তরমুজ চাষে সহযোগিতাসহ সব ধরনের পরামর্শ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।