ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে বিজিবি’র অভিযানে অস্ত্র উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
রামগড়ে বিজিবি’র অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের ব্রতচন্দ্র পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল ও এক রাউন্ড বুলেট উদ্ধার করেছে রামগড় ৪৩ বিজিবি’র সদস্যরা।

রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের ব্রতচন্দ্র পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল ও এক রাউন্ড বুলেট উদ্ধার করেছে রামগড় ৪৩ বিজিবি’র সদস্যরা।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় এ অভিযান চালানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় জোন সদরের সুবেদার মো. আব্দুল বাসেত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ব্রতচন্দ্র পাড়ার একটি পাহাড়ে অভিযান চালায়। এসময় কয়েকজন সন্ত্রাসী বিজিবিকে দেখে জলপাই রংয়ের একটি ব্যাগ রেখে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যান।

পরে ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়। এ ব্যাপারে রামগড় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।