ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিক নির্বাচন

৯ মেয়র, ২১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
৯ মেয়র, ২১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৯ মেয়র প্রার্থী ও ২১৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৯ মেয়র প্রার্থী ও ২১৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণপার্টির রাশেদ ফেরদৌস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতান মাহমুদ, জাপা নেতা মেজবাহউদ্দিন ভুলু।

এছাড়া সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।