ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে আরো ৪ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নাসিরনগরে আরো ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে ৩০ অক্টোবরের সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৮৯ জনকে গ্রেপ্তার করা হলো।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে ৩০ অক্টোবরের সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৮৯ জনকে গ্রেপ্তার করা হলো।

 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দপাড়ার সৈয়দ আবিদুর হোসেনের ছেলে সৈয়দ মাহবুব হাসান (৩৩), একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে হীরা মোল্লা (৩৩), একই ইউনিয়নের শংকরাদহ গ্রামের জামাল উদ্দিন পাঠানের ছেলে সুজন পাঠান (২৬)ও গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বিরাম খানের ছেলে মহসিন খান (২৩)। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।