ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে জামায়াতের ২ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
কমলনগরে জামায়াতের ২ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক অভিযান চালিয়ে জামায়াত নেতা মাওলানা সিহাব উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক অভিযান চালিয়ে জামায়াত নেতা মাওলানা সিহাব উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

মাওলানা সিহাব কমলনগর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও কামাল উদ্দিন সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

কমলনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাওলানা সিহাব উদ্দিনকে ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে, বিকেলে কামালকে চর জাঙ্গালিয়া এলাকার হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে নাশকতাসহ ৯/১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।