ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
মুন্সীগঞ্জে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া মধ্যমকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মা শিশুটিকে একা রেখে বাইরে যান। এসময় প্রতিবেশী মইনুদ্দিনের ছেলে ফরহাদ শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার শুরু করলে ফরহাদ পালিয়ে যান। পরে মা বাড়িতে এলে শিশুটি ঘটনাটি খুলে বলে।

এক পর্যায়ে শিশুটির মা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। তবে, ছেলেটির পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে তারা নানাভাবে চাপ দিতে থাকে। এমনকি আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলেও বাধা দেন তারা।

পরে গ্রাম্য সালিশে ঘটনাটির উপযুক্ত বিচারের কথা থাকলেও উল্টো ছেলেপক্ষ তাদের নানাভাবে হুমকিধমকি দিতে থাকেন।

এরপর বৃহস্পতিবার সকালে মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য দুপুরে শিশুটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।