ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে হামলাকারী শিহাব ছিলেন মাদকাসক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিমানবন্দরে হামলাকারী শিহাব ছিলেন মাদকাসক্ত

বিমানবন্দরে হামলাকারী শিহাব মাদকাসক্ত ছিলেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ঢাকা: বিমানবন্দরে হামলাকারী শিহাব মাদকাসক্ত ছিলেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে শিহাব বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল মান্নান এ তথ্য জানান।
আব্দুল মান্নান বলেন, সন্ধ্যায় শিহাবের জবানবন্দি রেকর্ড শেষ হয়েছে। মাদকাসক্ত হয়েই সেদিন হামলা চালায় বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
পিএম/এএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।