ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

'সমাজ থেকে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
'সমাজ থেকে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে'

সমাজ থেকে ক্রমাগত নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে বলে মন্তব্য করেছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র চেয়ারপারসন সুলতানা কামাল।

ঢাকা: সমাজ থেকে ক্রমাগত নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে বলে মন্তব্য করেছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র চেয়ারপারসন সুলতানা কামাল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ঝিনাইদহের শাহানূর বিশ্বাসকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নৈতিকভাবে আমরা ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছি। চোখের সামনে নির্যাতনের ঘটনা ঘটছে তবে আশপাশের সবাই নিশ্চুপ, কেউ কোনো উচ্চবাচ্য করছে না।

আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ হচ্ছে না জানিয়ে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।