ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বাসচাপায় নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
রূপগঞ্জে বাসচাপায় নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস চাপায় সোহাগ মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালক এবং তিন যাত্রী।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস চাপায় সোহাগ মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালক এবং তিন যাত্রী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দাউদপুর ইউনিয়নের পিংলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ ওই এলাকার রমিজ উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া বাংলানিউজকে জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় ঢাকা যাচ্ছিলেন সোহাগ এবং আরও তিন যাত্রী। দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক এবং সহকারী চালক (হেলপার) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি, জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।