ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ডোমারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর ডোমারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১২ ‍হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১২ ‍হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুয়ারা খাতুন এ জরিমানা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হারিসুল ইসলাম বাংলানিউজকে জানান, অপরিচ্ছন্ন ও পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে ডোমার পৌরসভা বাসস্ট্যান্ডের আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ দই বিক্রি ও মজুদ রাখার দায়ে সহিদুল কনফেকশনারী দোকানের মালিককে ৭ ‍হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।