ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
মতলবে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২টি  ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২টি  ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এ জরিমানা করেন।

মতলব দক্ষিণ থানার উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, ভেজাল বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মতলব বাজারের কয়েকটি হার্ডওয়্যার, মুদি, টিন ও মিষ্টির দোকানে অভিযান চালানো হয়।
এরমধ্যে এক প্রতিষ্ঠানকে ৫শ’ এবং ১১টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।