ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এএসআইকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রাজশাহীতে এএসআইকে কুপিয়ে জখম

রাজশাহী মহানগরীর মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীউর রহমানকে কুপিয়ে জখম করেছেন মাদক ব্যবসায়ীরা। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মহানগরীর খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীউর রহমানকে কুপিয়ে জখম করেছেন মাদক ব্যবসায়ীরা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মহানগরীর খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এএসআই শামীউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, বিকেলে এএসআই শামীউর রহমান ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে ধরতে খোঁজাপুর এলাকায় অভিযান চালান। এ সময় একজন মাদক ব্যবসায়ী কৌশলে বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যান। পরে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যান। বর্তমানে তাদের আটক করতে ওই এলাকায় অভিযান চলছে বলেও জানান ওসি হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসএস/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।