ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জামালপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

জামালপুর: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

 

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুজাউদ্দৌলা সুজা লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যকে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জাহিদ আনোয়ারের মনোনয়ন দ্রুত পরিবর্তনের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

এতে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার আলী ও সাবেক ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।