ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিনা খরচে আইনি সহায়তা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
নীলফামারীতে বিনা খরচে আইনি সহায়তা

অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে জনপ্রতিনিধি, আইনজীবী ও পুলিশ প্রশাসনের ভূমিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে জনপ্রতিনিধি, আইনজীবী ও পুলিশ প্রশাসনের ভূমিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও স্থানীয় পৌর সভার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
 
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিনা আক্তার, আকরাম হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, ভূমি জরিপ বিচারক মোত্তাহিদা হোসেন, লিগ্যাল এইড অফিসার সহকারী জজ অমিত কুমার বিশ্বাস, পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার, ডিবি ওসি শাহজাহান পাশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।